ঢাকা     বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

শান্তি প্রতিষ্ঠা ও নির্বাচন আয়োজনে বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানালো জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ১৩ আগস্ট ২০২৪   আপডেট: ১১:৫৬, ১৩ আগস্ট ২০২৪
শান্তি প্রতিষ্ঠা ও নির্বাচন আয়োজনে বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানালো জাতিসংঘ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে শান্তি পুনঃপ্রতিষ্ঠা ও নির্বাচন আয়োজনে বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার (১২ আগস্ট) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তার ডেপুটি মুখপাত্র ফারহান হক।

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বাংলাদেশে শান্তি ফেরানো এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। তিনি সামনের সময়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরো বেশি অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ যেহেতু সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তাই আগামী দিনে অন্তর্বর্তী সরকারকে দেশব্যাপী নারী, তরুণ ও জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বর বিবেচনা করে অন্তর্ভুক্তিমূলক হতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করে তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন মহাসচিব। একই সঙ্গে তিনি সব ধরনের সহিংসতামূলক কর্মকাণ্ডের পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়