ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজার যুদ্ধবিরতি চুক্তিই ইসরায়েলে হামলা থেকে বিরত রাখবে ইরানকে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ১৩ আগস্ট ২০২৪   আপডেট: ১৮:৩৫, ১৩ আগস্ট ২০২৪
গাজার যুদ্ধবিরতি চুক্তিই ইসরায়েলে হামলা থেকে বিরত রাখবে ইরানকে

শুধুমাত্র গাজার যুদ্ধবিরতি চুক্তিই ইসরায়েলের বিরুদ্ধে প্রত্যক্ষ হামলা থেকে ইরানকে বিরত রাখতে পারে। মঙ্গলবার তিনজন সিনিয়র ইরানি কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

দুই সপ্তাহ আগে ইরানের রাজধানীতে একটি গেস্ট হাউসে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা করা হয়। ইরান এর জন্য ইসরায়েলকে দায়ী করেছে এবং এর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। তবে প্রতিশোধ নিতে ইরান কী ধরনের হামলা চালাতে পারে তা এখনো স্পষ্ট নয়।ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে মার্কিন নৌবাহিনী ইসরায়েলি প্রতিরক্ষাকে শক্তিশালী করতে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ ও একটি সাবমেরিন মোতায়েন করেছে।

আরো পড়ুন:

ইরানের একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, গাজা আলোচনা ব্যর্থ হলে বা ইসরায়েল আলোচনা টেনে নিচ্ছে বলে বুঝতে পারলে ইরান হিজবুল্লাহর মতো মিত্রদের সাথে সরাসরি হামলা চালাবে।

ইরানের আরো দুটি সূত্র জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো যুদ্ধবিরতি আলোচনায় একজন প্রতিনিধি পাঠানোর কথা ভাবছে তেহরান। এই প্রতিনিধি সরাসরি বৈঠকে যোগ দেবেন না। কিন্তু আলোচনা চলাকালে ‘কূটনৈতিক যোগাযোগের একটি লাইন বজায় রাখার জন্য’ পর্দার আড়ালে আলোচনা চালাবেন ওই প্রতিনিধি। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়