জেলে পাঠানোর হুমকি দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে নির্বাচনী বিতর্কের মাত্র কয়েকদিন আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, এই নির্বাচনে যারা অনৈতিক আচরণে জড়িত থাকবে তাদের তিনি কারাগারে পাঠাবেন। শুধু তা-ই নয়, প্রেসিডেন্ট নির্বাচন নিবিড় পর্যবেক্ষণের আওতায় থাকবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প তার পোস্টে বলেন, ‘আমি জয়ী হলে প্রতারকদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। এর মধ্যে দীর্ঘমেয়াদী কারাদণ্ডও থাকবে, যাতে ন্যায়বিচারের এ ধরনের অবক্ষয় আর কখনো না ঘটে।’
যুক্তরাষ্ট্রে নির্বাচনে প্রতারণা খুবই বিরল ঘটনা। তবে ট্রাম্প নির্বাচনের আগেই তার সন্দেহের কথা প্রকাশ করলেন।
ট্রাম্প আরো লিখেছেন, ‘দয়া করে সতর্ক থাকুন। এই আইনি দায় আইনজীবী, রাজনৈতিক কর্মী, দাতা গোষ্ঠী, অবৈধ ভোটার এবং দুর্নীতিগ্রস্ত নির্বাচন কর্মকর্তাদের ওপরও প্রযোজ্য। যারা অনৈতিক আচরণে জড়িত থাকবে তাদের খুঁজে বের করা হবে, ধরা হবে, এবং আমাদের দেশের ইতিহাসে আগে যা দেখা যায়নি সেই মাত্রায় তাদের বিচার করা হবে।’
ঢাকা/শাহেদ