ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আপাতত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাচ্ছে না ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ১৪ সেপ্টেম্বর ২০২৪  
আপাতত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাচ্ছে না ইউক্রেন

রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে শনিবার দুজনই জানিয়েছেন, ইউক্রেন নিয়ে তাদের মধ্যে ‘ফলপ্রসু’ আলোচনা হয়েছে।

স্যার কিয়ার বলেন, ওয়াশিংটনে আলোচনা ‘বিশেষ পদক্ষেপ বা কৌশল’ এর উপর না করে শুধু ‘কৌশল’ এর উপর মনোনিবেশ করেছে।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে,  ‘ইরান ও উত্তর কোরিয়ার রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন’ বাইডেন ও স্যার কিয়ার।

এর আগে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন,  রাশিয়া একরাতে ইউক্রেনজুড়ে ৭০টিরও বেশি ইরানের তৈরি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং তার দেশের ‘জীবন ও আমাদের জনগণকে রক্ষা করার জন্য আরো বিমান প্রতিরক্ষা ও দূরপাল্লার সক্ষমতা প্রয়োজন।’

হোয়াইট হাউসের আলোচনার আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছেন যেন ইউক্রেনকে রাশিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র  না দেয়। এ ধরনের পদক্ষেপ ইউক্রেন যুদ্ধে ন্যাটোর ‘সরাসরি অংশগ্রহণ’কে প্রতিনিধিত্ব করবে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়