ঢাকা     মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩০ ১৪৩১

ট্রাম্পকে হত্যাচেষ্টা, হামলাকারী সম্পর্কে যা জানা গেলো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ১৬ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১০:৪০, ১৬ সেপ্টেম্বর ২০২৪
ট্রাম্পকে হত্যাচেষ্টা, হামলাকারী সম্পর্কে যা জানা গেলো

রায়ান ওয়েসলি রুথ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো গলফ মাঠের কাছে তাকে সম্ভাব্য হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীর নাম জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীর নাম রায়ান ওয়েসলি রুথ। তার বয়স ৫০-এর কোঠার শেষের দিকে। 

পড়ুন: হত্যাচেষ্টা থেকে রক্ষা পেলেন ট্রাম্প

আরো পড়ুন:

রায়ানকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কেন একে-৪৭ ঘরানার বন্দুক নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন, তা এখনো জানা যায়নি।

স্থানীয় সময় গতকাল রোববার বেলা দেড়টার দিকে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজস্ব মাঠে গলফ খেলছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময়ই মাঠের কাছে গোলাগুলির ঘটনা ঘটে। একজন বন্দুকধারী গুলি চালায় সেখানে।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এক বিবৃতিতে বলেছে, ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় গুলির ঘটনায় সাড়া দিয়েছে এফবিআই। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সবকিছু বিবেচনায় মনে হচ্ছে সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, গলফ মাঠের কাছে ঝোপঝাড়ের মধ্যে ছিলেন বন্দুকধারী। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা ঝোপের ভেতরে তার বন্দুকের নল দেখতে পান। এরপর তারা অন্তত চারটি গুলি চালান। তখন ওই ব্যক্তি বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শী একজন ওই বন্দুকধারীর গাড়ি ও লাইসেন্স প্লেটের ছবি তুলে রাখেন। এরপর অঙ্গরাজ্যের বিভিন্ন সংস্থার কাছে ওই গাড়ির তথ্য পাঠিয়ে দেওয়া হয়। সে তথ্যের ভিত্তিতে পাশের মার্টিন এলাকায় গাড়িটি থামানো হয় এবং বন্দুকধারীকে আটক করা হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এ ঘটনায় আটক সন্দেহভাজন রায়ান ওয়েসলি রুথ নর্থ ক্যারোলিনার গ্রিনসবোরোতে একজন সাবেক কনস্ট্রাকশন কর্মী ছিলেন। তার সোশ্যল মিডিয়া অ্যাকাউন্টে ট্রাম্প বিরোধী অনেক পোস্ট পাওয়া গেছে।

এদিকে ট্রাম্পের ওপর বন্দুক হামলা হলেও তার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প শিবিরের প্রচারণা দলের মুখপাত্র স্টিভেন চিউং। 

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প। এর আগে গত ১৩ জুলাই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্পের ওপর গুলি চালানো হয়েছিল। সে সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। গুলিতে কানে আঘাত পেয়েছিলেন ট্রাম্প। ওই ঘটনার পর সিক্রেট সার্ভিসের সক্ষমতা নিয়ে বড় সমালোচনা দেখা দিয়েছিল। এর জেরে পদত্যাগ করতে হয়েছিল বাহিনীর প্রধানকে। এ ছাড়া অন্তত পাঁচজন সদস্যকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছিল।

এদিকে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, রোববারের গুলির ঘটনাটি প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে জানানো হয়েছে। দুজনেই জানিয়েছেন, ট্রাম্প নিরাপদে আছেন জেনে তারা স্বস্তি পেয়েছেন।

হ্যারিস বলেছেন, ট্রাম্প নিরাপদে আছেন জেনে তিনি আনন্দিত। বাইডেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা-সহ কোনো ধরনের সহিংসতার কোনো জায়গা নেই। আমি আমার টিমকে বলেছি, তারা যেন সিক্রেট সার্ভিসকে বলে, সাবেক প্রেসিডেন্টদের নিরাপত্তার ক্ষেত্রে যেন প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়।’

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়