ইরানে হামলা চালালে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরাকি মিলিশিয়ার
ইরাকের একটি মিলিশিয়া গ্রুপ যু্ক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, ওয়াশিংটন যদি ইরানে হামলায় ইসরায়েলের সাথে যোগ দেয় তাহলে তারা ইরাকে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ইরানের হামলার জবাব দিতে সহায়তা করবে বলে হোয়াইট হাউসের ঘোষণার প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরাকের প্রতিরোধ সমন্বয় কমিটি।
বুধবার (২ সেপ্টেম্বর) ইরাকের প্রতিরোধ সমন্বয় কমিটি টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছে, মার্কিন বাহিনী যদি ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রতিক্রিয়া জানায় তাহলে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমেরিকানরা যদি ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক পদক্ষেপে সমর্থন করে বা বোমা হামলা চালানোর জন্য ইরাকি আকাশসীমা ব্যবহার করে, তাহলে ইরাক এবং মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ও স্বার্থ আমাদের লক্ষ্যবস্তু হবে।’
/ফিরোজ/