ঢাকা     মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৩ ১৪৩১

বছরে ৪০ লাখ ড্রোন তৈরি করতে পারে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ২ অক্টোবর ২০২৪   আপডেট: ১৮:০১, ২ অক্টোবর ২০২৪
বছরে ৪০ লাখ ড্রোন তৈরি করতে পারে ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশ এখন বছরে ৪০ লাখ ড্রোন তৈরি করতে পারে এবং দ্রুত অন্যান্য অস্ত্রের উৎপাদন বাড়ানো হচ্ছে। বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার কিয়েভের কয়েক ডজন বিদেশী অস্ত্র প্রস্তুতকারকের নির্বাহীদের সাথে আলোচনার সময় জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন ইতিমধ্যে চলতি বছর ১৫ লাখ ড্রোন তৈরির জন্য চুক্তি করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের আগে ইউক্রেনে ড্রোন উৎপাদন কার্যত অস্তিত্বহীন ছিল।

আরো পড়ুন:

জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার ক্রমাগত হামলার সময় পূর্ণমাত্রায় যুদ্ধের অত্যন্ত কঠিন পরিস্থিতিতে ইউক্রেনীয়রা কার্যত নতুন প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে সক্ষম হয়েছে।’

বৈঠকে প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল জানিয়েছেন, ইউক্রেন ২০২৩ সালে তার সামগ্রিক দেশীয় অস্ত্র উৎপাদন তিনগুণ বাড়িয়েছে এবং তারপরে চলতি বছরের মাত্র প্রথম আট মাসে সেই পরিমাণ আবার দ্বিগুণ বাড়িয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়