ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানের তেল খনিতে হামলা নিয়ে আলোচনা করছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ৩ অক্টোবর ২০২৪   আপডেট: ২২:৫৪, ৩ অক্টোবর ২০২৪
ইরানের তেল খনিতে হামলা নিয়ে আলোচনা করছেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানের তেল খনিতে সম্ভাব্য ইসরায়েলি হামলা নিয়ে তিনি আলোচনা করছেন। বৃহস্পতিবার বাইডেন হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।

ইরানের তেল স্থাপনায় হামলার মাধ্যমে তিনি ইসরায়েলকে সমর্থন করেছেন কিনা জানতে চাইলে বাইডেন বলেন, ‘আমরা এটি নিয়ে আলোচনা করছি। আমি মনে করি এটি সামান্যই হবে... ।’

আরো পড়ুন:

মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যার প্রতিশোধ হিসাবে এই হামলা চালানো হয়েছে।

বাইডেন জানিয়েছেন, তিনি ইসরায়েলের কাছ থেকে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ আশা করেননি।

ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অনুমতি দেবেন কিনা জানতে চাইলে বাইডেন বলেন, ‘প্রথমত, আমরা ইসরায়েলকে অনুমতি দেই না, আমরা ইসরায়েলকে পরামর্শ দিই। এবং আজ কিছুই ঘটতে যাচ্ছে না।’

এর আগে বুধবার বাইডেন বলেছিলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাকে তিনি সমর্থন করেন না।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়