ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টিকটকের প্রতিষ্ঠাতা এখন চীনের শীর্ষ ধনী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ২৯ অক্টোবর ২০২৪   আপডেট: ২১:২১, ২৯ অক্টোবর ২০২৪
টিকটকের প্রতিষ্ঠাতা এখন চীনের শীর্ষ ধনী

ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) এখন চীনের সবচেয়ে ধনী ব্যক্তি। তার ব্যক্তিগত সম্পদ ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার।

হুরুন রিসার্চ ইনস্টিটিউটের হালনাগাদ তালিকা অনুসারে, ২০২৩ সালের তুলনায় ঝাং ইমিংর সম্পদ বেড়েছে ৪৩ শতাংশ।

২০২১ সালে কোম্পানির দায়িত্ব থেকে সরে এসেছিলেন ঝাং। তবে তিনি এখনো প্রতিষ্ঠানের প্রায় ২০ শতাংশ শেয়ারের মালিক।

চীনের সঙ্গে টিকটকের সম্পর্কের কারণে পশ্চিমা কয়েকটি দেশে এই প্ল্যাটফর্মটির ব্যাপারে উদ্বেগ রয়েছে। তবে বাইটড্যান্স ও টিকটক দাবি করেছে, তারা চীনের সরকারের নিয়ন্ত্রণাধীন নয়। 

যুক্তরাষ্ট্র এর আগে জানিয়েছিল, বাইটড্যান্স যদি প্রতিষ্ঠানটি বিক্রি করে না দেয় তাহলে ২০২৫ সালের জানুয়ারিতে তারা টিকটক নিষিদ্ধ করবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেই তীব্র চাপের সম্মুখীন হওয়া সত্ত্বেও, বাইটড্যান্সের বৈশ্বিক মুনাফা গত বছর ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর বদৌলতে ঝাং ইমিংয়ের ব্যক্তিগত সম্পদও বেড়েছে।

হুরুন রুপার্ট হুগেওয়ার্ফের প্রধান বলেছেন, ‘ঝ্যাং ইমিং চীনে মাত্র ২৬ বছরে আমাদের ১৮ তম শীর্ষ ধনী। সেই তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র চারটি নম্বর আছে: বিল গেটস, ওয়ারেন বাফেট, জেফ বেজোস এবং ইলন মাস্ক। এটি চীনা অর্থনীতিতে কিছু গতিশীলতার ইঙ্গিত দেয়।’

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়