ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বন্যার পর এবার স্পেনে প্রবল বৃষ্টির সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ১ নভেম্বর ২০২৪  
বন্যার পর এবার স্পেনে প্রবল বৃষ্টির সতর্কতা

নজিরবিহীন বন্যার পর এবার স্পেনে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে জারি করা সতর্কতায় বলা হয়েছে, বেশ কয়েকটি এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হতে পারে।

স্পেনের আবহাওয়া সংস্থা দেশের দক্ষিণ-পশ্চিমে হুয়েলভা উপকূলে বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করেছে। প্রদেশের অন্যান্য এলাকা ‘কমলা’ সতর্কতায় রয়েছে। ১২ ঘন্টার মধ্যে ১৪০ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

আবহাওয়া সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে সতর্কীকরণ এলাকায় ব্যাপক তীব্রতার সাথে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।’

বৃষ্টিপাতের সতর্কতা ভ্যালেন্সিয়ার উত্তরে বলবৎ রয়েছে- বিশেষ করে টাররাগোনা এবং ক্যাসেলন অঞ্চলের আশেপাশে, সেইসাথে মেনোর্কা এবং ম্যালোর্কা এলাকায়। এছাড়া দক্ষিণ-পশ্চিম আন্দালুসিয়ায় হুয়েলভা এবং কনডাডোর চারপাশেও প্রবল বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে বন্যার আশঙ্কা রয়েছে। শনিবার বৃষ্টির পরিমাণ কমে আসবে এবং রোববার দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। 

স্পেনের পূর্বাঞ্চলে গত মঙ্গলবার মুষলধারে বৃষ্টির ফলে আকস্মিক বন্যা দেখা দেয়। বন্যার কারণে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৫৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৫৫ জনই ভ্যালেন্সিয়া প্রদেশের।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়