ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

মেক্সিকোর পানশালায় আবারও বন্দুক হামলা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ১২ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:০৪, ১২ নভেম্বর ২০২৪
মেক্সিকোর পানশালায় আবারও বন্দুক হামলা, নিহত ৬

মেক্সিকোর পানশালায় আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। গত রোববার রাতে কুয়াটিলান ইজকালি পৌরসভার একটি পানশালায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ছয়জন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার (১১ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়া নিউজের।

পৌরসভা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, সান ফ্রান্সিসকো টেপোজাকো শহরে অবস্থিত ‘ব্লিং ব্লিং’ পানশালায় হামলার ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। পৌরসভায় এ ধরনের হামলার নজির আগে দেখা যায়নি।

রোববার রাতে সান ফ্রান্সিসকো টেপোজাকো শহরে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনার আলোকে কুয়াটিলান ইজকালি পৌরসভা কর্তৃপক্ষ জানায়, তারা নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তায় রাজ্য সরকার, রাজ্যের অ্যাটর্নি জেনারেল অফিস এবং ফেডারেল সরকারের সাথে সম্পূর্ণ সহযোগিতা করছে। 

গত শনিবার কুয়েরেটারো শহরের একটি পানশালায় বন্দুকধারীর হামলায় কমপেক্ষ ১০ জন নিহত ও ১৩ জন আহত হওয়ার একদিন পরেই এই হামলার ঘটনা ঘটলো।  

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম সোমবার এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন যে, কুয়েরেটারোতে হামলার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়