ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কার্বন মনোক্সাইডে জর্জিয়ায় এগারো ভারতীয়সহ ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ১৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:০৭, ১৭ ডিসেম্বর ২০২৪
কার্বন মনোক্সাইডে জর্জিয়ায় এগারো ভারতীয়সহ ১২ জনের মৃত্যু

জর্জিয়ার বিখ্যাত গুদাউরি স্কি রিসোর্টের একটি ভারতীয় রেস্তোরাঁয় মৃত অবস্থায় পাওয়া গেছে ১২ জন ব্যক্তিকে। কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিয়ার ওই রেস্তোরাঁয় মৃত ১২ জনের মধ্যে ১১ জনই ভারতীয়। অপরজন জর্জিয়ান নাগরিক। 

গুদাউরি জর্জিয়ার বৃহত্তম এবং উচ্চতম স্কি রিসোর্ট।

দেশটিতে অবস্থিত ভারতীয় দূতবাস জানিয়েছে, নিহতরা সবাই ওই রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। জর্জিয়ান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে পুলিশ নিশ্চিত করেছে যে, সেখানে কোনো সহিংসতার লক্ষণ নেই। পুলিশের প্রাথমিক রিপোর্টে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছে।

জর্জিয়ার ভারতীয় দূতাবাস সোমবার (১৬ ডিসেম্বর) একটি বিবৃতিতে বলেছে, “তিবিলিসিতে ভারতীয় দূতাবাস জর্জিয়ার গুদাউরিতে ১১ জন ভারতীয় নাগরিকের দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুর খবর পেয়ে ব্যথিত এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। ঘটনাটি নিয়ে দূতাবাস ঘনিষ্ঠভাবে কাজ করছে। মরদেহের দ্রুত ভারতে প্রত্যাবাসনের সুবিধার্থে স্থানীয় কর্তৃপক্ষের যোগাযোগ রাখা হচ্ছে। শোকাহত পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গুদাউরির ভারতীয় রেস্তোরাঁর দ্বিতীয় তলায় একটি বিশ্রাম কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। মৃত ১২ জনই ওই রেস্তোরাঁয় কর্মরত ছিলেন।

পুলিশ জর্জিয়ার ফৌজদারি কোডের ১১৬ ধারার অধীনে তদন্ত শুরু করেছে, যা অবহেলামূলক হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহতদের সবাই কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় মারা গেছে। প্রাথমিক তদন্ত অনুসারে, রেস্তোঁয়ার ভেতরে কর্মীদের বেডরুমের কাছাকাছি একটি বিদ্যুতিক জেনারেটর ছিল। গত ১৩ ডিসেম্বর লোডশেডিংয়ের পর জেনারেটরটি চালু করা হয়েছিল, যা থেকে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ার সূত্রপাত হতে পারে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়