ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সাবেক ফুটবলার কাভেলাশভিলি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ২৯ ডিসেম্বর ২০২৪  
জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সাবেক ফুটবলার কাভেলাশভিলি

জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাবেক ফুটবলার মিখাইল কাভেলাশভিলি। দেশটির বিদায়ী নেতা ও বিরোধী দলগুলোর পক্ষ থেকে নির্বাচনকে ‘অবৈধ’ ঘোষণা করা সত্ত্বেও রবিবার ক্ষমতাসীন দলের অনুগত কাভেলাশভিলি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিদায়ী প্রেসিডেন্ট সালোমে জুরাবিশভিলি নিজেকে ‘একমাত্র বৈধ প্রেসিডেন্ট’ হিসেবে দাবি করার কিছুক্ষণ পরেই কট্টর ডানপন্থি মিখাইল কাভেলাশভিলি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।

কাভেলাশভিলিকে মূলত রাশিয়াপন্থী এবং পশ্চিমাদের সমালোচক হিসেবে দেখা হয়।

অক্টোবরে জর্জিয়ার পার্লামেন্টে নির্বাচনে জর্জিয়ান ড্রিম জয় পায়। তবে কারচুপির অভিযোগ ওঠায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। আর তখন থেকেই দেশটিতে বিক্ষোভ শুরু হয়।

পার্লামেন্টে কাভেলাশভিলির প্রেসিডেন্ট প্রার্থিতা ৩০০ আইনপ্রণেতার মধ্যে ২২৪ জন সমর্থন করেন। ৫৩ বছর বয়সী এই প্রার্থীই একমাত্র প্রার্থী হিসেবে বিবেচিত হন। জর্জিয়ার প্রধান চার বিরোধী দল কাভেলাশভিলিকে প্রত্যাখানের পাশপাশি পার্লামেন্ট বয়কট করেছে। বিদায়ী প্রেসিডেন্ট জুরাবিশফিরি এই নির্বাচনের নিন্দা জানিয়ে একে ‘প্রতারণা’ বলে অভিহিত করেছিলেন। জুরাবিশভিলি পার্লামেন্ট নিয়ন্ত্রণকারী জর্জিয়ান ড্রিম পার্টির বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়