ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেনাবাহিনীতে যোগ দিতে বিদেশ থেকে ইসরায়েল যাচ্ছে ইহুদিরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ১২ জানুয়ারি ২০২৫   আপডেট: ২২:২৯, ১২ জানুয়ারি ২০২৫
সেনাবাহিনীতে যোগ দিতে বিদেশ থেকে ইসরায়েল যাচ্ছে ইহুদিরা

ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দিতে বিদেশ থেকে দেড় শতাধিক তরুণ ইহুদি তেল আবিব যাচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে অভিবাসন প্রত্যাশী এসব তরুণ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্য, কোস্টারিকা, ডেনমার্ক, মেক্সিকো, নেদারল্যান্ডস, স্পেন এবং অন্যান্য দেশের নাগরিক।

এই তরুণরা গ্যারিন জাবার স্কাউটস প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। এই সামরিক প্রোগ্রামের মাধ্যমে তরুণ ইহুদিদের ইসরায়েলি সমাজে একীভূত করার সুবিধা দেওয়া হয়।

নতুন অভিবাসীদের সামরিক প্রশিক্ষণ নেওয়ার আগে ইসরায়েলি সংস্কৃতি এবং সমাজের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য চার মাসের একটি আত্তীকরণ সময়কাল কাটাতে হবে। এই উদ্যোগটি প্রবাসী ইহুদিদের আলিয়া (ইসরায়েলে অভিবাসন) তৈরি এবং তথাকথিত ‘জাতির প্রতিরক্ষা’-তে অবদান রাখার দীর্ঘস্থায়ী ঐতিহ্যকে প্রতিফলিত করে।

সম্প্রতি ইসরায়েলি রাজনৈতিক ভাষ্যকার ওরি গোল্ডবার্গ আল জাজিরাকে জানিয়েছিলেন, হামাসের সঙ্গে যুদ্ধে অনেক ইসরায়েলি সেনা নিহত হয়েছে।।

টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, শনিবার বেইত হানুনে চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, যার ফলে গত সপ্তাহে নিহতের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়