ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লস অ্যাঞ্জেলেসে দাবানল আরো ছড়িয়ে পড়তে পারে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ১২ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৮:৪৫, ১৩ জানুয়ারি ২০২৫
লস অ্যাঞ্জেলেসে দাবানল আরো ছড়িয়ে পড়তে পারে

মার্কিন কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, ‘বিপজ্জনক ও তীব্র’ বাতাসের কারণে লস অ্যাঞ্জেলেসের আবাসিক এলাকাগুলোতে দাবানল আরো ছড়িয়ে পড়তে পারে। অগ্নিনির্বাপক কর্মীরা এই মুহূর্তে আগুন নেভাতে লড়াই করছেন। রবিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

লস অ্যাঞ্জেলসজুড়ে ছড়িয়ে পড়া আগুনে কমপক্ষে ১৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। দাবানালের কারণে পুরো এলাকা ছাই হয়ে গেছে এবং লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান ডিন ক্রিসওয়েল সিএনএনকে বলেছেন, “বাতাস আবারও বিপজ্জনক এবং শক্তিশালী হয়ে উঠছে। মানুষের জানা প্রয়োজন সবচেয়ে বড় বিষয় হলো এটি এখনও বিপজ্জনক।”

স্থানীয় সময় রবিবার ভোরে বাতাস ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এটি আগামী কয়েকদিন ধরে দাবানলকে আরো তীব্র করে তুলতে পারে।

জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, রবিবারের বিকেলের দিকে বাতাসের গতিবেগ কমতে পারে এবং রাতের মধ্যে আবার গতি ফিরে আসবে।

লস অ্যাঞ্জেলসের প্যালিসেডসের আগুন ২৩ হাজার ৬০০ একর জমি এবং ইটনের আগুন ১৪ হাজার একর জমি পুড়িয়ে দিয়েছে।

সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, ১২ হাজারেরও বেশি অবকাঠামো পুড়ে গেছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়