ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভাড়া বাড়ি থেকে বাংলাদেশি সন্দেহে ৫ জন আটক

কলকাতা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ১৩ জানুয়ারি ২০২৫  
ভাড়া বাড়ি থেকে বাংলাদেশি সন্দেহে ৫ জন আটক

বৈকণ্ঠপুর নামক এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

পশ্চিমবঙ্গের দক্ষিণ-চব্বিশ পরগনার সোনারপুর থেকে বাংলাদেশি নাগরিক সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে সোনারপুরের বৈকণ্ঠপুর নামক এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

দক্ষিণ-চব্বিশ পরগনা জেলা পুলিশ দাবি করেছে, আটক ৫ জন বাংলাদেশের গার্মেন্টস প্রতিষ্ঠানে কর্মী হিসাবে কর্মরত ছিলেন। কিছুদিন আগেই তারা অবৈধভাবে ভারতের অনুপ্রবেশ করেন। বৈকণ্ঠপুরে একটি বাসা ভাড়া নিয়ে সেখানে থাকতে শুরু করেন। 

তারা কেন এসেছেন, উদ্দেশ্য কী— সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে দেশটির পুলিশ ।

ওখানকার স্থানীয় বাসিন্দাদের দাবি, আটক পাঁচজন কখনোই স্থানীয়দের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেননি। ফলে তাদের ব্যাপারে কিছুই জানেন না তারা। 

তবে, স্থানীয় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে তারা কাজ করত বলে জানায় প্রতিবেশীরা। এদিকে, আটকরা যে বাসায় ভাড়া ছিলেন, সেই বাসার মালিকও বর্তমানে পলাতক।

ঢাকা/সুচরিতা/এনএইচ 

সর্বশেষ

পাঠকপ্রিয়