আরজি কর কাণ্ড: অভিযুক্ত সঞ্জয়ই দোষী
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় গ্রেপ্তার সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে। আগামী সোমবার তার সাজা ঘোষণা করা হবে। শনিবার এ রায় ঘোষণা করেন শিয়ালদহের অতিরিক্ত দায়রা জজ অনির্বাণ দাস। খবর আনন্দবাজার অনলাইন।
২০২৪ সালের অগাস্টে কলকাতায় ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা পুরো ভারতকে স্তম্ভিত করে দিয়েছিল। এই ঘটনার বিচার দাবিতে চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পশ্চিমবঙ্গে আন্দোলনে নেমেছিল।
শিয়ালদহ আদালত ভবনের তিনতলার ২১০ নম্বর কক্ষে স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ৩০ মিনিট নাগাদ এজলাস বসে। বিচারক অনির্বাণ দাস সঞ্জয়কে এজলাসে নিয়ে আসার নির্দেশ দেন। সঞ্জয় এজলাসে বিচারক জানান, তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে।
বিচারক বলেন, “চার্জশিটে আপনাকে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬, ১০৩(১) ধারায় অভিযুক্ত করা হয়েছে। এই ধারায় চার্জগঠন করা হয়েছে। যে সাক্ষীদের জেরা করা হয়েছে এবং সিবিআইয়ের আইনজীবীরা যা নথি ও তথ্য নিয়ে এসেছেন, তাতে আপনার অপরাধ প্রমানিত। আপনাকে দোষী সাব্যস্ত করা হল।”
তিনি আরো বলেন, “যেভাবে আপনি গলা চেপে ধরে হত্যা করেছেন, তাতে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। আপনার এবং আপনার আইনজীবীর কথা সোমবার শুনব।”
বিচারকের রায় শুনেই চিৎকার করে ওঠেন সঞ্জয়। হাত জোড় করে বলে ওঠেন, “আমাকে ফাঁসানো হচ্ছে। আমার গলায় রুদ্রাক্ষের মালা। আমি যদি ওখানে সত্যিই কিছু করতাম, মালা তো ছিঁড়ে যেত। আমাকে পুরো ফাঁসানো হচ্ছে।”
সঞ্জয়ের কথা শুনে বিচারক বলেন, “সিবিআই এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে আমার যা মনে হয়েছে, তার ভিত্তিতেই আমি দোষী সাব্যস্ত করেছি। শাস্তি আপনাকে পেতেই হবে। কী শাস্তি, সেটা সোমবার জানাব।”
ঢাকা/শাহেদ