ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হুতিদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ২৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৫:৪৩, ২৩ জানুয়ারি ২০২৫
হুতিদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। খবর পার্স টুডের।

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, “হুতিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে আমেরিকার বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে কর্মরত ব্যক্তিদের নিরাপত্তা, আমাদের নিকটতম আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।”

নির্বাহী আদেশে স্বাক্ষর করে ট্রাম্প বলেন, “শুধু ইয়েমেন নয়, বিভিন্ন সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী হামলার জন্যও হুতিরা দায়ী।”

ট্রাম্পের ওই নির্দেশের আগামী ৩০ দিনের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে হুতিদের বিষয়ে একটি বিশদ প্রতিবেদন জমা দিতে বলা হয়। 

গাজার ফিলিস্তিদের প্রতি সমর্থন জানিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ভূমধ্যসাগর ও লোহিত সাগরে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজ এবং ইঙ্গ-মার্কিন বাহিনীর নৌযানে ১০০টির বেশি অভিযান পরিচালনা করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়