ঢাকা     মঙ্গলবার   ১১ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৮ ১৪৩১

যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি না করলে ট্রিলিয়ন ডলার শুল্কের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ২৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ২২:৫৩, ২৩ জানুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি না করলে ট্রিলিয়ন ডলার শুল্কের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশ যদি তাদের পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি না করে, তাহলে তাদের ‘ট্রিলিয়ন ডলার’ শুল্কের মুখোমুখি হতে হবে। বৃহস্পতিবার দাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে বক্তৃতাকালে তিনি এ হুমকি দিয়েছেন

ট্রাম্প বলেছেন, “যুক্তরাষ্ট্র হবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্রিপ্টোর বিশ্ব রাজধানী... আমেরিকায় আপনার পণ্য তৈরি করুন, কিন্তু যদি আপনি তা না করেন তবে এটি আপনার বিশেষাধিকার, কিন্তু খুব সহজভাবে বলতে গেলে, আপনাকে বিভিন্ন ধরণের বড় অংকের শুল্ক দিতে হবে,  যা শত শত বিলিয়ন ডলার এমনকি ট্রিলিয়ন ডলার আমাদের কোষাগারে প্রবেশ করবে।”

ট্রাম্প তার ভাষণে ন্যাটোর কথাও উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোর সদস্যদের আরো বেশি অর্থ প্রদানের জন্য তিনি বলবেন।

ট্রাম্প বলেছেন, “আমি না আসা পর্যন্ত বেশিরভাগ দেশই অর্থ দেয়নি।”

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়