ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাগরে উদ্ধার বাংলাদেশিদের আলবেনিয়ায় পাঠাল ইতালি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ২৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ২৩:৫৭, ২৫ জানুয়ারি ২০২৫
সাগরে উদ্ধার বাংলাদেশিদের আলবেনিয়ায় পাঠাল ইতালি

আইনি বাধার কারণে দুই মাস স্থগিতের পর ভূমধ্যসাগরে উদ্ধারকৃত অভিবাসীদের আলবেনিয়ায় পাঠিয়ে দিয়েছে ইতালি কর্তৃপক্ষ। এদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। শনিবার সূত্রের বরাত দিয়ে ইতালির সংবাদমাধ্যম আনসা এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, ল্যাম্পেদুসা দ্বীপ থেকে প্রায় ২০ মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় নোঙর করা ইতালীয় নৌবাহিনীর টহল জাহাজ ক্যাসিওপিয়া শুক্রবার এবং শনিবার ১১ জন অভিবাসীকে নিয়ে যাত্রা করেছে। এদের মধ্যে মিশরীয় এবং বাংলাদেশি ছিলেন।

আরো পড়ুন:

অক্টোবর এবং নভেম্বর মাসে বিতর্কিত প্রকল্পের অধীনে প্রথম দুটি অভিযানের পর আলবেনিয়ায় নেওয়া অভিবাসীদের তৃতীয় দলের অংশ হতে চলেছেন তারা। জাহাজটি আলবেনিয়ার শেংজিন বন্দরে যাবে।

অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে আলবেনিয়া সরকারের সঙ্গে একটি চুক্তি করেছে ইতালি। ওই চুক্তির শর্ত অনুযায়ী ইতালিতে অভিবাসনপ্রত্যাশীদের আবেদন যাচাই–বাছাইয়ের প্রক্রিয়া চলার সময়টাতে তাদের আলবেনিয়ায় রাখা হবে। প্রতিবছর ‘নিরাপদ’ দেশ থেকে আসা সর্বোচ্চ ৩৬ হাজার অভিবাসনপ্রত্যাশীকে দেশটিতে পাঠানো যাবে। ইতালির করা এই নিরাপদ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ, মিসর, আইভরি কোস্ট ও তিউনিসিয়া। 
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়