ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রাম্পকে হুমকি দিলেন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ৩১ জানুয়ারি ২০২৫  
ট্রাম্পকে হুমকি দিলেন ট্রুডো

শুল্ক নিয়ে এবার ট্রাম্পকে হুমকি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার তিনি একটি বৈঠকে এ হুমকি দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপ করবেন বলে নির্বাচনের আগে হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার সেই হুমকি বাস্তবায়ন করছেন ট্রাম্প।  বৃহস্পতিবার তিনি কানাডা ও মেক্সিকোর পণ্যে বসতে ২৫ শতাংশ শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে ট্রাম্প জানিয়েছেন, ‘সময়ের সাথে সাথে বাড়তেও পারে আবার নাও পারে।’

এর প্রতিক্রিয়ায় শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি শুল্ক আরোপের হুমকি কার্যকর করেন, তাহলে কানাডা তাৎক্ষণিকভাবে কঠোর পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।

কানাডা-মার্কিন সম্পর্ক সংক্রান্ত একটি উপদেষ্টা পরিষদের বৈঠকে ট্রুডো বলেন, “যদি প্রেসিডেন্ট কানাডার বিরুদ্ধে কোনো শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নেন, তাহলে আমরা এরপ্রতিক্রিয়ার জন্য প্রস্তুত - যা উদ্দেশ্যমূলক, জোরালো কিন্তু যুক্তিসঙ্গত, তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আমরা এটা চাই না, কিন্তু যদি তিনি অগ্রসর হন, আমরাও পদক্ষেপ নেব।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়