ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান হলেন ইয়াল জামির

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৫:৪৫, ২ ফেব্রুয়ারি ২০২৫
ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান হলেন ইয়াল জামির

ইসরায়েলি সামরিক বাহিনীর নতুন প্রধান হিসেবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়াল জামিরের নাম ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার (১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ আজ (শনিবার) সন্ধ্যায় (ইসরায়েলি সামরিক বাহিনীর) পরবর্তী প্রধান হিসেবে মেজর জেনারেল (রেজি.) ইয়াল জামিরকে নিয়োগের বিষয়ে একমত হয়েছেন।”

আরো পড়ুন:

জামির লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভির স্থলাভিষিক্ত হলেন। 

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের দুদিন পর গত ২১ জানুয়ারি পদত্যাগ করেন হারজি হালেভি। ওই সময় তিনি হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার করেন। 

ইসরায়েলি সেনাবাহিনীর ওয়েবসাইটের তথ্যানুযায়ী, জামির ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেনাবাহিনীর সাউথ কমান্ডের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া নেতানিয়াহুর সামরিক সচিব ছিলেন জেনারেল জামির।  
 

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়