ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাজিলে ব্যস্ত সড়কে বিমান বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ৮ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১১:১৬, ৮ ফেব্রুয়ারি ২০২৫
ব্রাজিলে ব্যস্ত সড়কে বিমান বিধ্বস্ত, নিহত ২

ব্রাজিলের সাও পাওলোর একটি ব্যস্ত সড়কে একটি ছোট বিমান আছড়ে পড়েছে। দুর্ঘটনার পর বিমানটি একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় বিমানটির মালিক ও পাইলটসহ দুজন নিহত হয়েছেন। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে সাও পাওলোর বারা ফুন্দার মারকিউস দে সাও ভিসেন্তে এলকায় বিমানটি বিধ্বস্ত হয়।

আরো পড়ুন:

মিলিটারি পুলিশ জানিয়েছে, বিমানের ভেতর থাকা দুজন পুড়ে নিহত হন এবং আরও ছয়জন আহত হন, যাদের মধ্যে এক মোটরসাইকেল চালক ও বাসযাত্রী রয়েছেন।

ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, বিমানটি মহাসড়কে প্রচণ্ড গতিতে আছড়ে পড়েছে। এরপর এটি ছিটকে যায়। বিধ্বস্তের সঙ্গে সঙ্গে বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

বিমানটি ছোট দুই ইঞ্জিনের কিং এয়ার প্লেন ছিল এবং রিও গ্র্যান্ডে দো সুইয়ের পোর্তো অ্যালার্গে যাচ্ছিল। এটি কাম্পো দে মার্তে বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল, কিন্তু বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিট আগে কন্ট্রোল টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ব্রাজিলের বিমান বাহিনী জানিয়েছে, তারা দ্রুত ঘটনার তদন্ত শুরু করবে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়