ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৫  
মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত ৮

মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্যে বন্দুকধারীদের হামলার ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দেশটির প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, গুয়ানাজুয়াতা রাজ্যে স্থানীয় সময় শনিবার রাতে বন্দুকধারীরা ৮ জনকে গুলি করে হত্যা করেছে। এদের মধ্যে পাঁচজন নারী এবং তিনজন পুরুষ। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

গুয়ানাজুয়াতো একটি সমৃদ্ধ শিল্পকেন্দ্র এবং সেখানে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন গন্তব্যও রয়েছে। তবে সরকারি হিসাব অনুসারে, মেক্সিকোর সবচেয়ে সহিংস রাজ্য হিসেবে বিবেচনা করা হয় এ রাজ্যকে।

এ ঘটনায় বন্দুকধারীদের কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তবে দেশটির জাতীয় নিরাপত্তা বাহিনী রবিবার গুনাজুয়াতোতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যাকে স্থানীয় গণমাধ্যম সান্তা রোসা ডে লিমা চক্রের খুনিদের নেতা হিসেবে চিহ্নিত করেছে।

এএএফপির তথ্যানুসারে, সান্তা রোসা দে লিমা গ্যাং এবং জালিসকো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে চলমান দ্বন্দ্বের কারণে ওই রাজ্যে বার বার সহিংসতার ঘটনা ঘটছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০০৬ সালে মাদক পাচার দমনে সেনা মোতায়েনের পর থেকে মেক্সিকোতে মাদকসম্পর্কিত সহিংসতায় এখন পর্যন্ত চার লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়