ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবারো হত্যাক্ষেত্রে পরিণত হয়েছে গাজা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ১৮ মার্চ ২০২৫  
আবারো হত্যাক্ষেত্রে পরিণত হয়েছে গাজা

গাজা শহরের আল-আহলি হাসপাতাল ব্যাপক হতাহতের সংখ্যায় উপচে পড়ছে। ইসরায়েলি হামলায় হতাহতের শিকার পুরো পরিবার আসছে চিকিৎসা নিতে, যাদের মধ্যে ২৬ জনের একটি পরিবারও রয়েছে। এই পরিবারের সদস্যদের মধ্যে মহিলা, শিশু এবং বয়স্ক ব্যক্তিরা রয়েছেন। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার (১৮ মার্চ) ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এখনো পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩৪২ জনে দাঁড়িয়েছে। 

সোমবার রাতের হামলা আবারো প্রমাণ করে যে গাজা উপত্যকা জুড়ে কোনো নিরাপদ স্থান নেই। জানুয়ারিতে যুদ্ধবিরতির পর মানুষ বোমা বিস্ফোরিত বাড়িঘর এবং উচ্ছেদ কেন্দ্রগুলিতে ফিরে গিয়েছিল। তারা ভেবেছিল যুদ্ধবিরতির কারণে এটি নিরাপদ হবে, কিন্তু ঘটনাটি তেমন ছিল না। এই জায়গাগুলোর ভেতরেই তাদের হত্যা করা হয়েছে। গাজা আবারো একটি হত্যাক্ষেত্রে পরিণত হয়েছে।

এখনো পর্যন্ত, এটা স্পষ্ট নয় যে মানুষ বেঁচে থাকার চেষ্টা করা ছাড়া আর কী করবে। অনেকেই আল-আহলি হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রের ভেতরে আশ্রয় নিয়েছেন।

আল-জাজিরার স্থানীয় সংবাদদাতা বলেছেন, “আমরা এখানে একজন মাকে দেখেছি, যিনি তার দুই মেয়ের মৃতদেহের উপর কাঁদছেন।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়