ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মার্কিন সহায়তা বন্ধ লাখ লাখ মানুষের জন্য ‘মৃত্যুদণ্ড’: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ৮ এপ্রিল ২০২৫   আপডেট: ১৪:৩৩, ৮ এপ্রিল ২০২৫
মার্কিন সহায়তা বন্ধ লাখ লাখ মানুষের জন্য ‘মৃত্যুদণ্ড’: জাতিসংঘ

১৪টি দেশের জন্য জরুরি খাদ্য সহায়তা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র, যা লাখ লাখ ক্ষুধার্ত ও অনাহারী মানুষের জীবনকে বিপন্ন করে তুলছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। 

মঙ্গলবার (৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। 

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ইতিমধ্যেই চলতি বছরের জন্য ৪০ শতাংশ তহবিল হ্রাসের সঙ্গে লড়াই করছে। সোমবার (৭ এপ্রিল) সংস্থাটি জানিয়েছে, নতুন করে ১৪টি দেশের জন্য আমেরিকান সহায়তা বন্ধের বিষয়ে তাদের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে কোন কোন দেশে এ সহায়তা বন্ধ করা হচ্ছে তা উল্লেখ করেনি সংস্থাটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ডব্লিউএফপি “যদি এটি বাস্তবায়িত হয়, তবে চরম ক্ষুধা ও অনাহারের মুখোমুখি লাখ লাখ মানুষের জন্য এটি মৃত্যুদণ্ডের সামিল।”

ডব্লিউএফপিই জাতিসংঘের একমাত্র সংস্থা নয়, যা মার্কিন তহবিল হ্রাসের কারণে বিপাকে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর বেশ কয়েকটি মার্কিন তহবিল বন্ধ করে দিয়েছেন। 

যৌন ও প্রজনন স্বাস্থ্য প্রচারের জন্য নিবেদিত একটি সংস্থা, জাতিসংঘ জনসংখ্যা তহবিলকে (ইউএনপিএফ)- ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তারা দুটি কর্মসূচি বন্ধ করছে। যার মধ্যে, একটি কর্মসূচি ছিল আফগানিস্তানের জন্য, অন্যটি সিরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট। 

সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য দেশও তহবিল হ্রাসের ঘোষণা দিয়েছে, যার ফলে এনজিও এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ট্রাম্প প্রশাসন প্রধান মার্কিন মানবিক সহায়তা সংস্থা ইউএসএআইডিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এর আগে এর বার্ষিক বাজেট ছিল ৪২.৮ বিলিয়ন ডলার, যা বিশ্বজুড়ে বিতরণ করা সমস্ত সাহায্যের ৪২ শতাংশ।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়