রোমে বৈঠক করলেন ট্রাম্প-জেলেনস্কি
ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোম ত্যাগ করেছেন। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে একান্তে আলোচনা করেছেন। শনিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, বৈঠকটি ‘ভালো’ ছিল এবং ‘ঐতিহাসিক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।’
এক্স-এ তিনি লিখেছেন, “ভালো বৈঠক। আমরা একের পর এক অনেক আলোচনা করেছি। আমরা যা কিছু আলোচনা করেছি তার ফলাফলের আশা করছি। আমাদের জনগণের জীবন রক্ষা করছি। পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি।”
জেলেনস্কি আরো লিখেছেন, “নির্ভরযোগ্য ও স্থায়ী শান্তি যা আরেকটি যুদ্ধ শুরু হওয়া রোধ করবে। অত্যন্ত প্রতীকী বৈঠক, যা ঐতিহাসিক হয়ে ওঠার সম্ভাবনা রাখে, যদি আমরা যৌথ ফলাফল অর্জন করি।”
ঢাকা/শাহেদ