পাকিস্তানের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
পাহেলগ্রামের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার পরিপ্রেক্ষিতে, পাকিস্তান কর্তৃপক্ষ দেশের সব বিমানবন্দরকে উচ্চ সতর্কতা জারি করেছে। নিরাপত্তা ও নজরদারি প্রোটোকল উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।
বেসামরিক বিমান চলাচল সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ভারতীয় আকাশসীমা দিয়ে যাতায়াতকারী বা সেখান থেকে আসা সব বিদেশি বিমান সংস্থাগুলোর উপর কঠোর নজরদারি শুরু হয়েছে। ভারতীয় বিমান সংস্থাগুলো পাকিস্তানে চলাচল নিষিদ্ধ থাকলেও, অন্যান্য আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর বিমান চলাচল আরো কঠোর নজরদারির অধীনে রয়েছে।
লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব প্রধান বিমানবন্দরে বিমান পরিবহন নিয়ন্ত্রণকারীদের বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। নিয়ন্ত্রকদের নির্দেশ দেওয়া হয়েছে, ফ্লাইটের আগে যেকোনো সন্দেহজনক বিমানের পাইলটদের কাছ থেকে বিমান প্রতিরক্ষা ছাড়পত্র নম্বর চাওয়ার। যথাযথ নথিপত্র এবং সনাক্তকরণ ছাড়া কোনো বিমান ছাড়পত্র না দেওয়ার নিদের্শ দেওয়া হয়েছে।
এছাড়াও, বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীসহ সব বিমানবন্দর কর্মীদের সবসময় বৈধ বিভাগীয় পরিচয়পত্র বহন করার নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চতর নজরদারির অংশ হিসাবে পরিচয়পত্রবিহীন ব্যক্তিদের বিমানবন্দর প্রাঙ্গণে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।
যেকোনো সম্ভাব্য জরুরি অবস্থার নিরবচ্ছিন্ন প্রতিক্রিয়া নিশ্চিত করার জন্য বিমানবন্দর নিরাপত্তা বাহিনী (এএসএফ), পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার মতো নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ও জোরদার করা হয়েছে।
পাকিস্তান কর্তৃপক্ষ নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে প্রয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আঞ্চলিক উত্তেজনার এই সময়ে নিরাপত্তায় কোনো ত্রুটি রোধ করার জন্য ইসলামাবাদ ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে।
ঢাকা/ফিরোজ