ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তান এখনো দায়িত্বশীল আচরণ দেখাচ্ছে: শেহবাজ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ৩ মে ২০২৫   আপডেট: ২১:২৮, ৩ মে ২০২৫
পাকিস্তান এখনো দায়িত্বশীল আচরণ দেখাচ্ছে: শেহবাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, পহেলগাম ঘটনার পর ভারতের উস্কানিমূলক পদক্ষেপ সত্ত্বেও পাকিস্তানের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত দায়িত্বশীল এবং পরিমিত আচরণ দেখাচ্ছে। শনিবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর ডন অনলাইন।

২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক। ভারত কোনো প্রমাণ ছাড়াই এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার পরপর পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত। গত সপ্তাহে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, তাদের দেশে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত এবং যেকোনো সময় এই হামলা হতে পারে।

শনিবার পাকপ্রধানমন্ত্রী বলেছেন, “পহেলগাম ঘটনার পেছনের তথ্য নিশ্চিত করার জন্য একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের জন্য পাকিস্তানের প্রস্তাবের প্রতি ভারত এখনো সাড়া দেয়নি। পাকিস্তান এই ধরনের তদন্তে পূর্ণ সহযোগিতা করবে এবং তুরস্ক এতে যোগ দিলে স্বাগত জানাবে।”

তিনি জানান, পাকিস্তান তার সন্ত্রাসবিরোধী প্রচেষ্টায় বড় ধরনের ত্যাগ স্বীকার করেছে, যার মধ্যে রয়েছে ৯০ হাজার হতাহত এবং ১৫২ বিলিয়ন ডলারেরও বেশি অর্থনৈতিক ক্ষতি।

তিনি আরো জানান, ভারতের এই পদক্ষেপ পাকিস্তানকে তার সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা থেকে বিচ্যুত করবে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়