ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

 ‘ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে ফ্রান্স’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ৬ মে ২০২৫   আপডেট: ১৮:০৮, ৬ মে ২০২৫
 ‘ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে ফ্রান্স’

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে প্যারিস। ফ্রান্সের আরটিএল রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

ব্যারোট বলেন, ফ্রান্স “একটি ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে।” ফ্রান্সের এই প্রচেষ্টা অন্যান্য রাষ্ট্রকেও একই কাজ করতে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

জিন-নোয়েল বলেন, “এই বিষয়গুলোতে কথা বলার সময় ফ্রান্সের কণ্ঠস্বর শোনা যায়। আমরা চাই অন্যান্য দেশ ফ্রান্সের সাথে কাজ করুক, প্রতিশ্রুতিবদ্ধ হোক এবং ফ্রান্স অনিশ্চিত ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্বের জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরিতে সহায়তা করুক।”

তিনি বলেন, “গাজায় জরুরি অগ্রাধিকার হলো যুদ্ধবিরতি এবং মানবিক সাহায্যের নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার... যেখানে দুর্ভিক্ষের ঝুঁকি বাস্তব। অবিলম্বে মানবিক সহায়তার প্রবেশাধিকার উন্মুক্ত করতে হবে।”

ইসরায়েলের গাজা দখলের ঘোষণার ব্যাপারে ফারাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ‘অগ্রহণযোগ্য’ এবং ‘মানবিক আইনের লঙ্ঘন।’ ফ্রান্স পরিকল্পিত ইসরায়েলি অভিযানের ‘তীব্র নিন্দা’ জানায়।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়