ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারত আগুন জ্বালানোর চেষ্টা করেছে: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ৭ মে ২০২৫   আপডেট: ১৬:৩৩, ৭ মে ২০২৫
ভারত আগুন জ্বালানোর চেষ্টা করেছে: পাকিস্তান

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, মঙ্গলবার রাতে হামলা চালিয়ে ভারত আবারো এই অঞ্চলে আগুন জ্বালানোর চেষ্টা করেছে। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে নিরপত্তা পরিষদের বৈঠক হয়। বৈঠক শেষে এক বিবৃতিতে এ কথা বলেছে নিরাপত্তা পরিষদ।

বিবৃতিতে বলা হয়েছে, “তাদের মিথ্যা প্রকাশ পেয়েছে এবং তাদের দাবির স্বপক্ষে কোনো প্রমাণ ছাড়াই নীতিহীন ভারতীয় নেতৃত্ব এখন তাদের বিভ্রান্তিকর চিন্তাভাবনা এবং অদূরদর্শী রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য নিরীহ বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ করার পর্যায়ে চলে গেছে।”

আরো পড়ুন:

এতে আরো বলা হয়েছে, “নিরীহ জনগণের উপর আক্রমণ পাকিস্তানের কাছে সহনীয় বা গ্রহণযোগ্য নয়। ভারত, সমস্ত বিচক্ষণতা এবং যুক্তিসঙ্গতার বিরুদ্ধে গিয়ে আবারো এই অঞ্চলে আগুন জ্বালানোর চেষ্টা করেছে, এর পরিণতির জন্য সরাসরি ভারতের দায়িত্ব বর্তাবে।”

ভারতের ভূখণ্ডে সন্ত্রাসী শিবিরের অভিযোগ প্রত্যাখ্যান এবং নিরপেক্ষ তদন্তের প্রস্তাবের কথা স্মরণ করে, জাতীয় নিরাপত্তা পরিষদ জোর দিয়ে বলেছে, আন্তর্জাতিক মিডিয়া গতকাল সেই স্থানগুলি পরিদর্শন করেছে এবং আজ আরো এই ধরণের পরিদর্শনের পরিকল্পনা করা হয়েছে।

পেহেলগামে সন্ত্রাসী হামলার বদলা নিতে মঙ্গলবার গভীল রাতে ভারত পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯ সন্ত্রাসী আস্তানায় ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ৭০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি ভারতের। তবে পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ২৬ জন নিহত হয়েছে এবং এরা সবাই বেসামরিক নাগরিক।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়