ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হামলায় অংশ নিয়েছিল ৭৫ থেকে ৮০টি ভারতীয় যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ৭ মে ২০২৫   আপডেট: ২০:৩০, ৭ মে ২০২৫
হামলায় অংশ নিয়েছিল ৭৫ থেকে ৮০টি ভারতীয় যুদ্ধবিমান

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ভারতের হামলার মুখে পাকিস্তান সংযম দেখিয়েছে। প্রায় ৭৫-৮০টি ভারতীয় যুদ্ধবিমান হামলায় অংশ নিয়েছিল। বুধবার পার্লামেন্টের বাইরে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

পেহেলগামে সন্ত্রাসী হামলার বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯ সন্ত্রাসী আস্তানায় ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত ৭০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি ভারতের। তবে পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ২৬ জন নিহত হয়েছে এবং এরা সবাই বেসামরিক নাগরিক। এছাড়া পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় অংশ নেওয়া পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এগুলোর মধ্যে অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমানও ছিল। অবশ্য এ ব্যাপারে ভারত এখনো কোনো তথ্য প্রকাশ করেনি বা বিবৃতি দেয়নি।

বুধবার পাকিস্তাানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, “প্রায় ৭৫-৮০টি ভারতীয় যুদ্ধবিমান আক্রমণে অংশ নিয়েছিল। এগুলোর মধ্যে পাকিস্তান কেবল পাঁচটি বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে দুটি ভারতীয় ড্রোনও রয়েছে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়