ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লাহোরে একাধিক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ৮ মে ২০২৫   আপডেট: ১০:২৩, ৮ মে ২০২৫
লাহোরে একাধিক বিস্ফোরণ

পাকিস্তানের লাহোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার জিও টিভি এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, লাহোরের ওয়ালটন রোডের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার পর লোকজন তাদের ঘর থেকে বেরিয়ে আসে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কমপক্ষে দুই থেকে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিরাপত্তা কর্মীরা এলাকাটি ঘিরে রেখেছে এবং ঘটনাস্থলে সাধারণ মানুষের চলাচল সীমিত করেছে। ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, এলাকায় ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

এর আগে জিও টিভি জানিয়েছিল, পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে লাহোর এবং শিয়ালকোট বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে। করাচি, লাহোর এবং ইসলামাবাদ বিমানবন্দরে ৪০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, পেহেলগামে সন্ত্রাসী হামলার বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯ সন্ত্রাসী আস্তানায় ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩১-এ পৌঁছেছে। 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়