ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, দাবি ভারতীয় মিডিয়ার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ৮ মে ২০২৫   আপডেট: ২২:৫৯, ৮ মে ২০২৫
ভারতে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, দাবি ভারতীয় মিডিয়ার

ভারতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জম্মু বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা, আরিনা ও পার্শ্ববর্তী এলাকায় বিমান হামলার সাইরেন বাজছে।

সীমান্তের ওপার থেকে একাধিক রকেট উড়ে আসতে দেখা গেছে। সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ করে দেওয়া হয়েছে এলাকায়। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে। জম্মুর পাশাপাশি পাঞ্জাব, রাজস্থানের বিভিন্ন এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আরো পড়ুন:

বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, পাকিস্তান ‘লটারিং গোলাবারুদ’ দিয়ে জম্মুকে লক্ষ্যবস্তু করছে। পাকিস্তানি ড্রোনগুলো ওয়ারহেড দিয়ে লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

সংবাদ সংস্থাটি আরো জানিয়েছে, ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও পাল্টা গুলি চালাচ্ছে।

ভারতীয় নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে আনন্দ বাজারের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট আটটি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো মোকাবিলা করা হয়েছে। জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে দুটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামানো হয়েছে।

রাজস্থানের জয়সলমেরে পাকিস্তানের ড্রোন ধ্বংস করার দাবি করেছে ভারত। এখনো বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। আকাশে আগুনের ফুলকি দেখা গেছে। জয়সলমেরেও হামলার চেষ্টা করেছে পাকিস্তান, যা ভারত আটকে দিয়েছে বলে দাবি করেছে।

পুরো জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। জম্মু বিমানবন্দর, পঠানকোটের বিমানঘাঁটিতে ঘাঁটিতে সাইরেন বাজছে। সাইরেনের শব্দ শোনা গেছে বারামুলা, কুপওয়ারার মতো এলাকাতেও। এ ছাড়া শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

জম্মুর পাশাপশি পাঞ্জাবের বিভিন্ন অংশেও ‘ব্ল্যাকআউট’ করা হয়েছে। পাঞ্জাবের হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার আশিকা জৈন জানিয়েছেন, বিমানবাহিনী কর্তৃপক্ষের নির্দেশে শহরে ‘ব্ল্যাকআউট’ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত ‘ব্ল্যাকআউট’ চলবে। অমৃতসরেও ‘ব্ল্যাকআউট’ করা হয়েছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়