ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতের ২৭ বিমানবন্দর বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৩, ৯ মে ২০২৫   আপডেট: ১৩:০৯, ৯ মে ২০২৫
ভারতের ২৭ বিমানবন্দর বন্ধ

পাকিস্তানের সঙ্গে সংঘাতময় পরিস্থিতির কারণে ভারতের ২৭টি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানে ভারতের পাল্টা হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার ২৭টি বিমানবন্দর শনিবার পর্যন্ত বন্ধের কথা ঘোষণা করা হয়। সেই তালিকায় রয়েছে চণ্ডীগড়, শ্রীনগর, অমৃতসর, লুধিয়ানা, ভুন্টার, কিষেণগড়, পটীয়ালা, শিমলা, কাংরা-গগ্গল, ভাতিন্ডা, জয়সলমের, জোধপুর, বিকানের, হালওয়ারা, পঠানকোট, জম্মু, লেহ, মুন্দ্রা, জামনগর, হিরাসর (রাজকোট), পোরবন্দর, কেশোদ, কান্দলা এবং ভুজ।

পরিবর্তিত পরিস্থিতিতে একের পর এক বিবৃতি জারি করেছে ভারতীয় বিমান সংস্থাগুলো। 

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, নির্ধারিত সময়ের অন্তত তিন ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছাতে হবে। জম্মু, শ্রীনগর, লেহ, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড়, রাজকোটের সববিমান বাতিল থাকবে শনিবার বিকাল ৫টা ২৯ মিনিট পর্যন্ত। স্পাইসজেট, ইন্ডিগো, আকাশা এয়ারের মতো সংস্থাগুলোও তিন ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছে যেতে বলেছে। ৭ কিলোগ্রামের বেশি ওজনের ব্যাগ নিয়ে বিমানে ওঠা যাবে না বলে জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জম্মু বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা, আরিনা ও পার্শ্ববর্তী এলাকায় বিমান হামলার সাইরেন বাজছে।  ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে। জম্মুর পাশাপাশি পাঞ্জাব, রাজস্থানের বিভিন্ন এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়