ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানের হামলায় ক্ষতি হয়েছে, তবে সীমিত মাত্রায়: ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১২, ১০ মে ২০২৫   আপডেট: ১৬:১৬, ১০ মে ২০২৫
পাকিস্তানের হামলায় ক্ষতি হয়েছে, তবে সীমিত মাত্রায়: ভারত

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম ফ্রন্টে ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে পাকিস্তান। এর ফলে ক্ষয়ক্ষতি হলেও তা সীমিত মাত্রায়। শনিবার ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন।

তিনি জানান, পাকিস্তান ইউ-ক্যাব ড্রোন, দূরপাল্লার অস্ত্র, গোলাবারুদ এবং যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছে। তবে পাকিস্তানের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

আরো পড়ুন:

তার দাবি, শ্রীনগর থেকে নালিয়া পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর ২৬টিরও বেশি স্থানে পাকিস্তানের বিমান অনুপ্রবেশের চেষ্টা করেছে। কিন্তু ভারতীয় সেনাবাহিনী সফলভাবে এগুলো প্রতিহত করেছে।

তিনি বলেন, “উধমপুর, পাঠানকোট, আদমপুর এবং ভূজ, বাথিন্ডা স্টেশনের মতো বিমান স্টেশনগুলোতে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।...আমি আরো উল্লেখ করতে চাই যে পাকিস্তান রাত ১টা ৪০ মিনিটে একটি উচ্চগতির ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাঞ্জাবের বিমানঘাঁটি স্টেশনকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছিল।”

ভারত জানিয়েছে, পাকিস্তান শ্রীনগর, বান্ডিপোরা এবং উধমপুরে বিমান বাহিনীর বিমান ঘাঁটি, স্বাস্থ্যসেবা এবং স্কুলগুলিকেও লক্ষ্যবস্তু করেছে।

কর্নেল সোফিয়া কুরেশি বলেন, “ভারতের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। সব শত্রুভাবাপন্ন পদক্ষেপের সঠিক জবাব দেওয়া হয়েছে।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়