ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সৌদি আরবের কাছ থেকে ৬০০ বিলিয়ন ডলারের বাণিজ্য নিশ্চিত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৯, ১৩ মে ২০২৫   আপডেট: ২১:৫৪, ১৩ মে ২০২৫
সৌদি আরবের কাছ থেকে ৬০০ বিলিয়ন ডলারের বাণিজ্য নিশ্চিত করলেন ট্রাম্প

সৌদি আরবের কাছ থেকে ৬০০ বিলিয়ন ডলার বাণিজ্য প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রিয়াদ সফররত ট্রাম্প জ্বালানি, প্রতিরক্ষা, খনি এবং অন্যান্য বিষয় নিয়ে সৌদি আরবের সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করেছেন।

সৌদি আরবের বিনিয়োগ প্রতিশ্রুতির মধ্যে সবচেয়ে বড়টি হচ্ছে অস্ত্র ক্রয় চুক্তি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র কিনবে সৌদি আরব।

আলোচনার বিষয়ে অবহিত দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব রিয়াদের সম্ভাব্য লকহিড এফ-৩৫ জেট কেনার বিষয়ে আলোচনা করেছে। এই সামরিক বিমানটিতে দীর্ঘদিন ধরে সৌদি আরবের আগ্রহ দেখিয়ে আসছে।

এপ্রিলে রয়টার্স জানিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের জন্য ১০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের অস্ত্র প্যাকেজ প্রস্তাব দিতে প্রস্তুত।

মঙ্গলবার হোয়াইট হাউস প্রেসিডেন্ট ট্রাম্প ও যুবরাজ মোহাম্মদের স্বাক্ষরিত কিছু মার্কিন-সৌদি চুক্তির বিবরণ প্রকাশ করেছে। এসব চুক্তিকে ‘ঐতিহাসিক এবং রূপান্তরকারী’ হিসাবে বর্ণনা করা হয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, এই চুক্তিগুলোতে প্রায় ১৪২ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি অন্তর্ভুক্ত রয়েছে। একে হোয়াইট হাউস সর্ববৃহৎ চুক্তি বলে অভিহিত করেছে। এর পাশাপাশি কয়েক বিলিয়ন ডলারের জ্বালানি ও প্রযুক্তি বিনিয়োগ চুক্তি করা হয়েছে। সামগ্রিকভাবে, চুক্তিগুলো হোয়াইট হাউসের মতে মোট ৬০০ বিলিয়ন ডলারের একটি বৃহত্তর প্যাকেজের অংশ।

সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ বলেছেন, “যদিও জ্বালানি আমাদের সম্পর্কের ভিত্তিপ্রস্তর হিসেবে রয়ে গেছে, তবুও সৌদিতে বিনিয়োগ এবং ব্যবসায়িক সুযোগ বহুগুণ বৃদ্ধি পেয়েছে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়