ভারতের আরো ২৭ জায়গা চীন নিজেদের দাবি করে নাম পরিবর্তন করায় ক্ষোভ দিল্লির

উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের কয়েকটি স্থানের নাম পরিবর্তনের ব্যাপারে চীনের পদক্ষেপকে প্রত্যাখ্যান করেছে ভারত। বুধবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বেইজিংয়ের এই প্রচেষ্টাকে ‘অকার্যকর ও হাস্যকর’ বলে উল্লেখ করেছে।
বেইজিং অতীতেও অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করেছে। এই বিষয়টি দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ২০২০ সালে দুই দেশের সীমান্তে মারাত্মক সামরিক সংঘর্ষের পর তাদের সম্পর্কের তীব্র অবনতি ঘটে।
সম্প্রতি ভারতের সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের ২৭টি জায়গার নাম এককভাবে প্রকাশ করেছে চীন। যে অঞ্চলগুলোর নামকরণ চীন করেছে, তার অধিকাংশই ভারতের মধ্যে। এসব এলাকা চীন তাের মানচিত্রে যুক্ত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “আমরা লক্ষ্য করেছি, চীন বারবার ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানে নতুন নাম দিয়ে নিজের দাবি প্রতিষ্ঠা করতে চাইছে। আমরা এমন প্রচেষ্টা স্পষ্টভাবে নাকচ করছি।”
তিনি বলেছেন, “এ ধরনের সৃজনশীল নামকরণ বাস্তবতা বদলাতে পারে না। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ ছিল, আছে এবং থাকবে।”
গত বছরের এপ্রিলে চীন অরুণাচল প্রদেশের প্রায় ৩০টি স্থানের নাম পরিবর্তন করেছিল। চীনের এই পদক্ষেপকে ভারত ‘অর্থহীন’ বলে উড়িয়ে দেয় এবং ওই এলাকাগুলো এই অঞ্চলের ‘অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে মর্যাদা পুনর্ব্যক্ত করে।
ভারত ও চীনের মধ্যে ৩ হাজার ৮০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। ১৯৬২ সালে এই সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল। সর্বশেষ ২০২০ সালের যুদ্ধে ২০ জন ভারতীয় এবং চারজন চীনা সেনা নিহত হয়।
ঢাকা/শাহেদ