ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে কারখানা তৈরি করতে অ্যাপলকে নিষেধ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ১৫ মে ২০২৫   আপডেট: ২০:১৫, ১৫ মে ২০২৫
ভারতে কারখানা তৈরি করতে অ্যাপলকে নিষেধ করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুককে বলেছেন, তিনি চান না যে, অ্যাপল ‘ভারতে কারখানা তৈরি করুক। কারণ ‘ভারত নিজেরাই নিজেদের যত্ন নিতে পারে।’

দোহায় একটি ব্যবসায়িক অনুষ্ঠানে বুধবার তিনি এ কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “টিম কুকের সাথে আমার একটি ছোট সমস্যা আছে। আমি তাকে বলেছিলাম, আমার বন্ধু, আমি তোমার সাথে খুব ভালো ব্যবহার করছি। তুমি ৫০০ বিলিয়ন ডলার নিয়ে আসছো, কিন্তু এখন শুনলাম তুমি সারা ভারতে কারখানা তৈরি করছ। আমি চাই না তুমি ভারতে কারখানা তৈরি কর। তুমি যদি ভারতের যত্ন নিতে চাও, তাহলে তুমি ভারতে কারখানা তৈরি করতে পার। কারণ ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশগুলোর মধ্যে একটি। তাই ভারতে বিক্রি করা খুব কঠিন।”

ট্রাম্প আরোবলেছেন, “আমি টিমকে বলেছি, আমরা তোমার সাথে খুব ভালো ব্যবহার করছি, বছরের পর বছর ধরে চীনে তুমি যে সব কারখানা তৈরি করেছ, সেগুলো আমরা সহ্য করছি। আমরা ভারতে তোমার কারখানা নির্মাণে আগ্রহী নই। ভারত নিজেদের যত্ন নিতে পারে।”

অ্যাপলের বর্তমানে ভারতে তিনটি কারখানা রয়েছে, দুটি তামিলনাড়ুতে এবং একটি কর্ণাটকে। এর মধ্যে একটি ফক্সকনের মাধ্যমে পরিচালিত হয় এবং অন্য দুটি টাটা গ্রুপ পরিচালনা করে। অ্যাপল ভারতে আরো দুটি কারখানা নির্মাণের পরিকল্পনা করছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়