ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় খাদ্য সংকটের কথা স্বীকার করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ১৬ মে ২০২৫   আপডেট: ১৭:১৬, ১৬ মে ২০২৫
গাজায় খাদ্য সংকটের কথা স্বীকার করলেন ট্রাম্প

অবরুদ্ধ গাজায় বহু মানুষ অনাহারে আছে বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মধ্যপ্রাচ্য সফররত ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্সের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের শুরুতে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হয়। তবে গত মার্চ মাসের মধ্যভাগ থেকে গাজায় আবারো অভিযান শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। এরপর গত দুই মাস ধরে সেখানে খাদ্য, ওষুধ সহ জরুরি ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না তারা। গত সপ্তাহে জাতিসংঘ-সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) জানিয়েছিল, যুদ্ধবিধ্বস্ত গাজায় বসবাসরত প্রায় ২১ লাখ ফিলিস্তিনি দুর্ভিক্ষের ‘গুরুতর ঝুঁকিতে’ রয়েছে।  

গাজায় যুদ্ধ সম্প্রসারণের ইসরায়েলি পরিকল্পনাকে সমর্থন করেন কিনা জানতে চাইলে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, “আমি মনে করি আগামী মাসে অনেক ভালো কিছু ঘটতে চলেছে, এবং আমরা দেখতে যাচ্ছি। আমাদের ফিলিস্তিনিদেরও সাহায্য করতে হবে। আপনি জানেন, গাজায় অনেক মানুষ অনাহারে আছে, তাই আমাদের উভয় পক্ষের দিকেই নজর দিতে হবে।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়