ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দ্বিতীয় স্ত্রী নিয়ে পুতিন ও আনোয়ার ইব্রাহিমের রসিকতা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ১৬ মে ২০২৫   আপডেট: ১৯:০৭, ১৬ মে ২০২৫
দ্বিতীয় স্ত্রী নিয়ে পুতিন ও আনোয়ার ইব্রাহিমের রসিকতা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার রসিকতার একটি ভিডিও ভাইরাল হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর রসিক মন্তব্যে শুধু পুতিনই নন, দুই দেশের প্রতিনিধি দলও অট্টহাসিতে ফেটে পড়তে বাধ্য হয়েছেন।

বৃহস্পতিবার সরকারি সফরে রাশিয়ায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রায় ২০ বছরের মধ্যে মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রীর প্রথম সরকারি সফর এটি। আনোয়ার ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেন। পরে দুই প্রেসিডেন্ট সেন্ট অ্যান্ড্রু'স হল পরিদর্শন করেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা এবং এমইচ১৭ বিমান দুর্ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার আগে বিশাল হল রুমের মধ্য দিয়ে হেঁটে যান। সেখানে পুতিন তিনটি অলঙ্কৃত সিংহাসনের দিকে ইঙ্গিত করে আনোয়ার ইব্রাহিমের কাছে জানতে চান, “এখানে তিনটি সিংহাসন রয়েছে, একটি জারের জন্য, দ্বিতীয়টি তার স্ত্রীর জন্য। তৃতীয়টি কার জন্য বলে আপনি মনে করেন?”

আনোয়ার ইব্রাহিম চট করে উত্তর দেন, “দ্বিতীয় স্ত্রীর জন্য।”

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই উত্তরে উভয় দেশের প্রতিনিধিদলের মধ্যে হাসির আওয়াজ ওঠে।

পুতিনও হাসিমুখে উত্তর দেন, “এটি একজন প্রকৃত মুসলিমের উত্তর, ইসলামী সংস্কৃতির একজন প্রকৃত প্রতিনিধি। আমাদের ঐতিহ্যবাহী মূল্যবোধ সবসময় একই রকম নাও হতে পারে, তবে তথ্যের আদান-প্রদান সবসময় উভয় পক্ষের জন্য কার্যকর।”

আনোয়ার ইব্রাহিম হেসে স্পষ্ট করে বলেন, “আমার কেবল একজন স্ত্রী আছে, মি. প্রেসিডেন্ট।”

পরে সাংবাদিকদের আনোয়ার ইব্রাহিম ব্যাখ্যা করে বলেন, “পুতিন তাকে পরীক্ষা করেছেন। তিনি জিজ্ঞাসা করলেন, সিংহাসনের ঘরে তিনটি চেয়ার আছে। ডানদিকে কোনটি?  আমি বললাম: অবশ্যই, বাম দিকে স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী...তারপর আমি... আমার মনে হয় বাম দিকের দ্বিতীয়টি মায়ের জন্য।”

জবাবে পুতিন বলেছেন, “হ্যাঁ, দ্বিতীয় সিংহাসনটি মায়ের জন্য।”

ঐতিহাসিকভাবে সেন্ট অ্যান্ড্রু'স হলের তিনটি সিংহাসন রয়েছে। এর একটি জারের জন্য, দ্বিতীয়টি তার স্ত্রীর জন্য এবং তৃতীয়টি জারের মা ডাউগার সম্রাজ্ঞীর প্রতিনিধিত্ব করে। হলটি ক্রেমলিনের প্রধান আনুষ্ঠানিক কক্ষগুলোর মধ্যে একটি, যা নতুন প্রেসিডেন্টের শপথ এবং রাষ্ট্রীয় অভ্যর্থনার জন্য ব্যবহৃত হয়।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়