আলোচনার প্রথম ধাপেই যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত রাশিয়া-ইউক্রেন

ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে আলোচনার প্রথম ধাপেই দুই দেশ বন্দি বিনিময়ে সম্মত হয়েছে। এছাড়া দ্রুত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠক আয়োজনের বিষয়েও আলোচনা করেছেন প্রতিনিধিরা। শুক্রবার বিবিসি এসব তথ্য জানিয়েছে।
যুদ্ধ বন্ধের লক্ষ্যে তুরস্কে শুক্রবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই শান্তি আলোচনায় অংশ নেন, তাহলে তিনি বৈঠকে অংশ নেবেন। তবে বৃহস্পতিবার ক্রেমলিন বৈঠকের প্রতিনিধিদের যে তালিকা প্রকাশ করেছে, তাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম নেই। শুক্রবারের বৈঠকে প্রতিনিধি দলে আছেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যান্ড্রি ইয়েরমাক, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রি সাইবিহা এবং প্রতিরক্ষামন্ত্রী রুস্টেম উমিরভ।
রাশিয়ার প্রতিনিধিদের সাথে আলোচনা শেষ হওয়ার পর ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমিরভ ইউক্রেনীয় সাংবাদিকদের ব্রিফ করেছেন।
তিনি জানিয়েছেন, ইউক্রেন এবং রাশিয়া এক হাজার জন যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়েছে।
উমিরভ বলেন, “আমরা যুদ্ধবিরতি ইস্যু নিয়ে আলোচনা করেছি। এবং (বন্দি) বিনিময়ের বিষয়টি নিয়েও আলোচনা করেছি। ফলাফল হল এক হাজার জনের বিনিময়ে এক হাজার জন বিনিময়। এটাই আমাদের বৈঠকের ফলাফল।”
তিনি জানান, ভলোদিমির জেলেনস্কি এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা হয়েছে।
ঢাকা/শাহেদ