যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ২১

মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিসৌরি অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে টর্নেডোর আঘাতে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
কেন্টাকি অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, তীব্র আবহাওয়ার কারণে ১৪ জন নিহত হয়েছেন এবং মিসৌরিতে সাতজন নিহত হয়েছেন।
শনিবার ভোরে রাজ্যের দক্ষিণ-পূর্বে লরেল কাউন্টিতে টর্নেডো আঘাত হেনেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।
মিসৌরির কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার টর্নেডোর আঘাতে পাঁচ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, ছাদ ধ্বংস হয়েছে এবং বিদ্যুৎ লাইন ভেঙে পড়েছে। সেন্ট লুইসের প্রায় এক লাখ বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
লরেল কাউন্টির শেরিফ জন রুট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বলেছেন, “জীবিতদের জন্য ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান অব্যাহত রয়েছে।”
জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, টর্নেডোটি স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের কিছু পরে শহরের পশ্চিমে ফরেস্ট পার্কের কাছে আঘাত হানে।
ধ্বংসস্তূপ অপসারণে এবং লুটপাটের সম্ভাবনা কমাতে স্থানীয় সময় রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
সেন্ট লুইসের মেয়র কারা স্পেন্সার বলেছেন, “প্রাণহানি ও ধ্বংসস্তূপ সত্যিই, সত্যিই ভয়াবহ। আগামী দিনগুলোতে আমাদের অনেক কাজ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে আজ রাতে আমরা জীবন বাঁচাতে, মানুষকে নিরাপদ রাখতে এবং আমাদের সম্প্রদায়কে শোক প্রকাশ করার দিকে মনোনিবেশ করছি।”
ঢাকা/শাহেদ