ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজার হাসপাতালগুলো লক্ষ্যবস্তু করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ১৮ মে ২০২৫   আপডেট: ১৬:৪৭, ১৮ মে ২০২৫
গাজার হাসপাতালগুলো লক্ষ্যবস্তু করছে ইসরায়েল

গাজার হাসপাতালগুলোকে লক্ষ্যবস্তু করার জন্য ইসরায়েল পদ্ধতিগত অভিযান তীব্র করেছে। রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিযোগ করেছে।

এতে বলা হয়েছে, “কয়েক দিন আগে ইউরোপীয় গাজা হাসপাতালকে পরিষেবা বন্ধ করে দেওয়ার পর, ইসরায়েলি দখলদাররা আজ ভোর থেকে উত্তর গাজা উপত্যকায় ইন্দোনেশিয়ান হাসপাতালকে লক্ষ্যবস্তুতে পরিণত এবং অবরোধ তীব্রতর করেছে।”

এর ফলে ইন্দোনেশিয়ান হাসপাতালের রোগীদের মধ্যে ‘আতঙ্ক ও বিভ্রান্তির’ অবস্থা সৃষ্টি হয়েছে। হাসপাতাল ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় দুই রোগী আহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বারবার ইসরায়েলি বোমাবর্ষণ এবং হাসপাতালে অভিযানের কারণে গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা খুব একটা কার্যকর নয়, সাহায্য সরবরাহের উপর অবরোধের ফলে সংকট আরও তীব্রতর হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল-দেকরান ফোনে রয়টার্সকে বলেছেন, “হাসপাতালগুলোতে হতাহতের সংখ্যা ক্রমশ বাড়ছে, যাদের অনেকেই শিশু, বেশ কয়েকজন অঙ্গহানির শিকারও রয়েছেন এবং দখলদাররা বারবার ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলোর চিকিৎসা ব্যবস্থার ওপর হামলা করছে।”

গত দুই দিনে ইসরায়েলি সেনাবাহিনী বাহিনী অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে ২০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং প্রায় ৩ লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দিয়েছে। শনিবার ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ হাজার ৩৩৯-এ পৌঁছেছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়য় বলেছে, “এখনো বহু হতাহত ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এবং রাস্তায় পড়ে আছে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়