ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের ৩ জলদস্যুকে গ্রেপ্তারের দাবি ভারতীয় পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ১৮ মে ২০২৫  
বাংলাদেশের ৩ জলদস্যুকে গ্রেপ্তারের দাবি ভারতীয় পুলিশের

বাংলাদেশের তিন জলদস্যুকে গ্রেপ্তারের দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গের পুলিশ। রবিবার কলকাতা সংলগ্ন নিউটাউন ও ব্যারাকপুরের রহড়া এলাকা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, এস এম মেহেদি হাসান,মজনু গাজী ও মো. কামাল শেখ।

পুলিশ জানিয়েছে, কুখ্যাত জলদস্যু হিসাবে বাংলাদেশ পুলিশের কাছেও তিনজন মোস্ট ওয়ান্টেড। এদের কাছ থেকে একটি ওয়ান শাটার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে রহড়া থানার পুলিশ। রবিবার তাদের বারাকপুর আদালতে তোলা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজত চেয়েছে পুলিশ। জলদস্যুরা কবে , কেন আর কোন পথে ভারতে অনুপ্রবেশ করেছে, ভারতে তাদের কে বা কারা সহযোগিতা করেছে এবং ভারতে আশ্রয় নেওয়ার পিছনে তাদের উদ্দেশ্য কি তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়