গাজায় বিস্তৃত স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী

গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় ‘বিস্তৃত’ স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। রবিবার ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “দক্ষিণ কমান্ডের স্থায়ী সেনাবাহিনী এবং রিজার্ভ উভয় বাহিনী, অপারেশন গিডিওনস রথ শুরুর অংশ হিসেবে উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকাজুড়ে একটি বিস্তৃত স্থল অভিযান শুরু করেছে।”
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত সপ্তাহে ইসরায়েলি বিমান বাহিনী গাজায় হামাসের ৬৭০ টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
ইসরায়েলি বাহিনী শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করতে এবং গাজায় অবশিষ্ট জিম্মিদের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক আক্রমণের অংশ হিসেবে ‘অপারেশন গিডিয়নস রথ’ শুরু করেছে। গত দুই দিনে ইসরায়েলি সেনাবাহিনী বাহিনী অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে ২০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং প্রায় ৩ লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দিয়েছে। শনিবার ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ হাজার ৩৩৯-এ পৌঁছেছে।
ঢাকা/শাহেদ