ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যৌন হয়রানি: আইসিসির প্রধান প্রসিকিউটর বাধ্যতামূলক ছুটিতে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ১৯ মে ২০২৫   আপডেট: ১৪:১৫, ১৯ মে ২০২৫
যৌন হয়রানি: আইসিসির প্রধান প্রসিকিউটর বাধ্যতামূলক ছুটিতে

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর করিম খানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। 

তার বিরুদ্ধে যতদিন যৌন হয়রানির অভিযোগের তদন্ত শেষ না হবে ততোদিন দায়িত্বে থাকবেন না তিনি। এমন সিদ্ধান্ত নিয়েছেন আদালত।

আরো পড়ুন:

সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। 

প্রতিবেদনে বলা হয়, প্রধান প্রসিকিউটরের বিরুদ্ধে জাতিসংঘের অভ্যন্তরীণ তদারকি পরিষেবা অফিসের (ওআইওএস) তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে ছুটিতে রাখা হয়েছে।

গতকাল রবিবার আইসিসির অ্যাসেম্বলি অব স্টেটস পার্টিজ-এর প্রেসিডেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগের তদন্ত ওআইওএস কর্তৃক অ্যাসেম্বলির প্রেসিডেন্সির অনুরোধে, অ্যাসেম্বলির ব্যুরোর সঙ্গে পরামর্শ করার পর পরিচালনা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, করিম খানের অনুপস্থিতিতে তার দায়িত্ব ডেপুটি প্রসিকিউটররা পালন করবেন। জোর দিয়ে বলা হয়েছে, আদালত স্বাভাবিকভাবে এবং কোনো বাধা ছাড়াই তার কাজ চালিয়ে যাবে।

এতে আরো বলা হয়েছে, তদন্ত রোম সংবিধান এবং আদালতের আইনি কাঠামো অনুসারে স্বচ্ছভাবে পরিচালিত হবে।

২০২৪ সালের মে মাসে, আইসিসির দুই কর্মী আদালতের স্বাধীন তদারকি সংস্থার কাছে করিম খানের আচরণ সম্পর্কে অভিযোগ দায়ের করেন।

যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার কয়েকদিন আগেই এই ঘটনা ঘটে।

ওয়াল স্ট্রিট জার্নালের মতে, ২০২১ সাল থেকে আইসিসির প্রধান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করা করিম খানের বিরুদ্ধে ২০২৩ সালের ডিসেম্বরে নিউ ইয়র্কের একটি হোটেলে একজন নারী সহকারীকে যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে।

তার আইনজীবীরা সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, এগুলো ‘স্পষ্টতই অসত্য’।

৫৫ বছর বয়সী ব্রিটিশ আইনজীবী করিম খানের অনুরোধেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আইসিসি।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়