ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় ৪৮ ঘণ্টার মধ্যে ১৪ হাজার শিশু মারা যেতে পারে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ২০ মে ২০২৫   আপডেট: ১৬:৪২, ২০ মে ২০২৫
গাজায় ৪৮ ঘণ্টার মধ্যে ১৪ হাজার শিশু মারা যেতে পারে

অবরুদ্ধ গাজায় সময়মতো সাহায্য না পৌঁছালে ৪৮ ঘন্টার মধ্যে ১৪ হাজার শিশু মারা যেতে পারে। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার মঙ্গলবার বিবিসির রেডিও ৪-এর টুডে’স প্রোগ্রামে এ সতর্কবার্তা দিয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের শুরুতে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হয়। তবে গত মার্চ মাসের মধ্যভাগ থেকে গাজায় আবারো অভিযান শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। এরপর গত দুই মাস ধরে সেখানে খাদ্য, ওষুধ সহ জরুরি ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না তারা। গত সপ্তাহে জাতিসংঘ-সমর্থিত খাদ্য নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) জানিয়েছিল, যুদ্ধবিধ্বস্ত গাজায় বসবাসরত প্রায় ২১ লাখ ফিলিস্তিনি দুর্ভিক্ষের ‘গুরুতর ঝুঁকিতে’ রয়েছে।  

আসন্ন দুর্ভিক্ষের কারণে আন্তর্জাতিক চাপের মুখে রবিবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করতে বাধ্য হন যে তিনি গাজায় ‘খাদ্য সংকট’ রোধ করতে ১১ সপ্তাহের ত্রাণ অবরোধ শিথিল করবেন - তবে তা কেবল ন্যূনতম পর্যায়ের হবে।

জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান ফ্লেচার জানিয়েছেন, গতকাল (সোমবার) পাঁচটি ট্রাক সাহায্য গাজায় পৌঁছেছে, কিন্তু এটিকে সমুদ্রের মধ্যে এক ফোঁটা’ পানি ফেলা এবং জনসংখ্যার চাহিদার জন্য সম্পূর্ণ অপর্যাপ্ত বলে বর্ণনা করেছেন।

তিনি জানান, শিশু খাদ্য এবং ত্রাণবোঝাই লরিগুলো প্রযুক্তিগতভাবে গাজায় রয়েছে কিন্তু সীমান্তের ঠিক ওপারে অবস্থিত হওয়ায় বেসামরিক নাগরিকদের কাছে পৌঁছায়নি।

ময়মতো সাহায্য না পৌঁছালে ৪৮ ঘন্টার মধ্যে ১৪ হাজার শিশু মারা যেতে পারে উল্লেখ করে ফ্লেচার বলেন, “আমি আগামী ৪৮ ঘন্টার মধ্যে যতটা সম্ভব এই ১৪ হাজার শিশুকে বাঁচাতে চাই।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়