ঢাকা     বুধবার   ২৫ জুন ২০২৫ ||  আষাঢ় ১১ ১৪৩২

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ২০ মে ২০২৫  
ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য

গাজায় নির্মম হামলা ও ত্রাণ প্রবেশ করতে না দেওয়ায় ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। এছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হাউস অফ কমন্সে এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাজ্য ইসরায়েলের সাথে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করেছে। এছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জিপি হোটোভেলিকে পররাষ্ট্র দপ্তরে তলব করা হয়েছে। যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য মন্ত্রী তাকে জানিয়েছেন, গাজায় ইসরায়েলের ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা ‘অপ্রতিরোধ্য।’

ল্যামি বলেছেন, সংঘাত “অন্ধকারের নতুন পর্যায়ে প্রবেশ করছে। সোমবার ১০টিরও কম ত্রাণ ট্রাক গাজায় প্রবেশ করেছে যা জঘন্য। নেতানিয়াহুর সরকার বিশ্বের চোখে ইসরায়েল রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করছে।”

ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কারণ হিসেবে ল্যামি জানান, বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের পদক্ষেপের কারণে যুক্তরাজ্যের আজকের পদক্ষেপগুলি জরুরি হয়ে পড়েছে।

ইসরায়েলের জনগণকে সম্বোধন করে তিনি বলেন, “গাজায় যুদ্ধের ফলে আপনার সরকারের সাথে আমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি ইসরায়েল গাজায় তাদের সর্বশেষ সামরিক আক্রমণ চালিয়ে যায় এবং সহায়তার নিরবচ্ছিন্ন ব্যবস্থা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে সরকার আরো পদক্ষেপ নেবে।”

এদিকে, যুক্তরাজ্যের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে ইসরায়েল বলেছে, বাইরের দেশের চাপ গাজায় ইসরায়েলের চলমান অভিযানে কোনো প্রভাব ফেলবে না।

ইসরায়েলের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র ওরেন মারমোরস্টেইন এক্স- এ এক পোস্টে বলেছেন, “ইসরায়েলবিরোধী আবেগ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনার কারণে যুক্তরাজ্য যদি তার অর্থনীতির ক্ষতি করতে চায়, তবে তা দেশটির নিজস্ব অধিকার। বহিরাগত চাপ ইসরায়েলকে তার ধ্বংসকারী শত্রুদের বিরুদ্ধে অস্তিত্ব এবং সুরক্ষা রক্ষার পথ থেকে বিচ্যুত করবে না।”
 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়