ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘আমি চাল কিনিনি’-মন্তব্যের জেরে পদত্যাগ করলেন জাপানের কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ২১ মে ২০২৫  
‘আমি চাল কিনিনি’-মন্তব্যের জেরে পদত্যাগ করলেন জাপানের কৃষিমন্ত্রী

“আমি কখনো চাল কিনিনি, কারণ আমি তা বিনামূল্যে পাই”-এই মন্তব্য করে জনরোষের মুখে পড়েছেন জাপানের কৃষিমন্ত্রী তাকু এতো। শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হয়েছেন মন্ত্রী। বুধবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি খাদ্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জাপানে জনরোষ দেখা দিয়েছে। নির্বাচনের আগে চালের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সংকট মোকাবেলায় ব্যর্থতা ভোটারদের ক্ষুব্ধ করেছে। এপ্রিলে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, এক বছর আগের তুলনায় এক বস্তা চালের জন্য প্রায় দ্বিগুণ মূল্য দিতে হচ্ছে। দাম কমানোর লক্ষ্যে সরকার চলতি বছরের শুরুতে জরুরি মজুদ থেকে প্রায় তিন লাখ টন চাল বাজারে ছেড়েছে। 

রবিবার একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে কৃষিমন্ত্রী তাকু এতো বলেছিলেন, “আমি কখনো নিজে চাল কিনিনি। কারণ আমার সমর্থকরা আমাকে এত বেশি দান করে যে আমি তা বিক্রি করতে পারি।”

মন্ত্রীর এই মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ভোটাররা। তার পদত্যাগের দাবিও করা হয়।

বুধবার এতো তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বলেছেন, “চালের দামের সংকটময় সময়ে (কৃষি মন্ত্রণালয়ের) নেতৃত্বে থাকা আমার জন্য উপযুক্ত কিনা তা আমি নিজেকে প্রশ্ন করেছি এবং আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, আমি উপযুক্ত নই। আবারো মন্ত্রী হিসেবে জনগণের কাছে আমি ক্ষমা চাইছি যখন তারা ক্রমবর্ধমান চালের দাম নিয়ে কষ্ট করছে।”

পদত্যাগ পত্র জমা দেওয়ার পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে সাংবাদিকদের এতো বলেন, “এইমাত্র আমি প্রধানমন্ত্রী ইশিবার কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়